Tuesday, May 20, 2014

রাউটার



রাউটারঃ

রাউটিং: রাউটার একটি কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস, যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা তার গন্তব্যে কোন পথে যাবে, তা নির্ধারণ করে। এই প্রক্রিয়াকে রাউটিং বলে।

রাউটারঃ এক নেটওয়ার্ক কে অন্য নেটওয়ার্ক এর সাথে যুক্ত করা এবং ডাটা  নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ রাউট করার কাজে ব্যবহৃত ডিভাইস কে বলা হয় রাউটার
,